latest 30+ Bengali shayari | bengali love shayari | bengali quotes and status | New Bengali Shayari 2022
Here you’ll get our latest collection of bangla shayari like bengali shayari sad, bengali love shayari and many more. If you love to read Bengali Shayari then you are in the right place for shayari, quotes and status in bengali. If you like it don’t forget to share on your social media.
We’ve shared a large collection of Bengali Shayari which you can use for your what’s app, Facebook and another social network status. Also, you can find here all types of mood Shayari in Bengali with images.

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়। মাঝে মাঝে স্মরণ করলে, সম্পর্কটা মিষ্টি হয়

আমি যেন বলি আর তুমি যেন শোন, জীবন জীবনে তার শেষ নেই কোন। দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি আলো হয়, মেঘ হয় কথা যাই বলি

নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি, অনেক ভালোবাসা আসবে যাবে জীবন পাঠশালায় আমার নামটা লিখে রেখো সবার নামের তলায়

ফুলকে নয় ভালোবাসো তার সুভাস, গান কে নয় ভালোবাসো তার কথা,পাখি কে নয় ভালোবাসো তার সূর, মানুষকে নয় ভালোবাসো তার মন, তাহলেই তুমি বুঝতে পারবে কে তোমায় ভালোবাসে সারাক্ষন

অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে , মন খারাপ এর দিন গুলো দাও উরিয়ে অই আঁকাশের নীড়ে। অসীম শুখ বয়ে আনুক আসুক তোমার জীবন জুড়ে

গ্রীষ্মের ফুলগুলি,ভালোবাসার অঞ্জলি। শরৎ এর গীতালি, হেমন্তের মিতালী। শিতের পিঠাপুলি ,বসন্তের ফুল-কলি,এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি

মুখে তোমার দীপ্ত হাঁসি ফুল ফুটুক রাসি রাসি। হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাঁসে তেমন করে বন্ধু তোমার , জীবন যেন সুখের সাগরে ভাসে

আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য ভালোবেসে আপন করো তবেই আমি হবো ধন্য।

ভালোবাসি তোমায় আমি ভালোবেসেই যাবো আমার মনের একটাই আশা শুধু তোমাকেই পাবো

ফুল চাই ফুটত পাখি চায় উড়তে মন চায় হাসতে হৃদয় চায় তোমায় ভালোবাসতে

উড়ো মেঘের গায়ে গায়ে, তোর চিঠি থাক লেখা ইচ্ছেমত নেব পড়ে, থাকব যখন একা

যদি তুমি ভালোবাসো মোরে তবে কখনো যেওনা চলে দূরে সারাজীবন আমায় তুমি বুকে টেনে রেখো আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো

জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, ভালোবাসার মানে শিখিয়েছো তুমি।
Bengali shayari Download || Top Collection Bangla Shayari || Bengali Shayari photo || bengali shayari sad || bengali shayari sad || bengali shayari 2022 || bengali captions

মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ

মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ

ভালোবাসা মানে সবার মাঝে থেকেও তোকে নিয়ে গড়ে তোলা অন্য একটা পৃথিবী

উড়ো চিঠি তোমার নামে পাঠিয়ে দিলাম নীল খামে ইচ্ছে হলে পড়ে দেখো পাড়লে মনে একটু রেখো

যদি আস্তে আস্তে কমে যাই কথা আর গল্প তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প

আজকেও সেই দিনগুলো ভেবে হেসে ঊঠি যেদিন তোমার সাথে প্রথম দেখেই প্রেম হয়ে গিয়েছিল

তোমাকে অনেক কিছু বলার আছে কিন্তুু কখনও তোমায় পাই না আবার কখনও শব্দ খুঁজে পাই না

যখন ভালোবাসা বেহিসাব তখন হিসাব কিসের দিবো। আর যে নিজেই একটি গোলাপ তাকে গোলাপ কি দিবো

তোকে ভালোবাসি শত বারানও তোর ছেড়ে দূরে যাবো না, হাজার কারণেও

মেঘলা আকাশ একলা আমি একলা আমি একলা আমার মন ভাবছি কবে তুমি হবে আমার আপনজন

তোকে ভালোবাসি শত বারানও তোর ছেড়ে দূরে যাবো না, হাজার কারণেও

কেমন করে চাইলে তোমায় নিজের করে পাবো? আমার মতো তুমি ও কি সেই একই কথা ভাবো

তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস। খুব কাছেই আছি আমি ইচ্ছে হলেই ডাকি

অন্য কাউকে পায়নি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না

ভালোবেসে করিনি কোনো ভুল তোমায় দিবো আজকে গোলাপ ফুল, ফুলের মতো সুন্দর তোমার ওই মন আগলে রাখবো আমি সারাক্ষন
We have posted some beautiful bengali shayaris, bengali sad, love, romatic shayaris. I hope you like our bengali shayari collection and share these with your friend, family and lovers. We have a huge collections of bengali quotes, status and captions. Check here for more Bengali Captions